BEAUTIFUL BELUN:--
কি নামটা একটু অদ্ভুত বলুন, বেলুন গ্রাম!!
দেড় বছর আগে জায়গাটার কথা জানতে পারি। কিন্তু তখন যাওয়ার ইচ্ছা থাকাতেও জানলাম যে ওনারা ঠিক গেস্ট দের জন্য তৈরী নয়।
অবশেষে 29th dec থেকে 2nd jan ঘুরে এলাম ওখানে। সে এক অনবদ্য অভিজ্ঞতা। মালিক তন্ময় ঘোষ একজন স্বনামধন্য conservationist. National geographic এর সঙ্গে কাজও করেন।
জায়গাটি সত্যিই eco resort। TV , geyser, AC, এসব কিছু নেই। কিন্তু আছে 100 রকম প্রজাপতি ও 250 রকম পাখি।
দল বেঁধে হৈ হল্লা করলে যাবেননা। পরিবেশটি শান্ত রাখাই কাম্য। Cottage এর তিনদিক জলে ঘেরা , তাতে মাছ ঘুরছে।
27 acre এর compound এ শিবাই নদী বয়ে চলেছে এঁকে বেঁকে।
আমরা পৌঁছনোর পরেই চলে এলো E TV ওখানের বিষয়ে cover করতে, আর আমরাও রাতারাতি TV star হয়ে গেলাম।
যারা bird watching করেন তাদের পক্ষে দারুণ জায়গা। ওখান থেকে একদিন ভরতপুর লেকে গিয়ে সারাদিন নৌকায় ঘুরে migratory birds দেখলাম কাছ থেকে।
আরেকদিন বিকেলে বাবলা নদী ও গঙ্গার সংযোগ স্থলে dolphin দেখতে গেলাম।
আমরা যে কোনো trip এই local transport এ যাই, তাই হাওড়া থেকে লোকাল ট্রেনে কাটোয়া গেলাম। তারপর রাত হয়ে যাওয়াতে ওনাদের গাড়িতে বাকি 19kms পথ। ট্রেন change করে টোটো করেও যাওয়া যেত।
আতিথেয়তার তুলনা হয়না ওখানের। ব্যবহার, খাওয়া দাওয়া সব কিছু A++.
বাথরুমের ছবিটা miss করবেননা। অর্ধেক open air। বর্ষায় গেলে বৃষ্টির জলে স্নান করতে পারবেন বাথরুমেই।
খাওয়াদাওয়া সব বাইরে জলের ধরে মনোরম পরিবেশে। রাত্রে খাবার সময় যদি বনবিড়াল কাছেই ঘুরঘুর করে ঘাবড়াবেন না। আমার 9 বছরের মেয়েটাও ভয় পায়নি । একটাই suggestion। যারা চুপচাপ জোরে music না বাজিয়ে গাছপালা, পশুপাখির মাঝে কাটাতে চান, তারাই যাবেন।