I want to start an e-commerce business. For this reason I need several assistance on Web Development, Payment gateway, effective business plan, trade license, Products...
Md S. replied:
e-commerce engine+hosting+payment gateway+shipping+apps & everythings, complete eCommerce Solution.visit : facebook.com/xpertcloudstore or xpertcloudstote.com. add me we can talk.
ITjobs B. replied:
You can call Md.Rahat: 01833324594 for payment gateway. they have DBBL and Brac bank gateway to access VISA, Master, DBBL Nexus.
Waliur R. replied:
I can help you by giving a excelent products delivery system in Dhaka city. if you interested mail me : wali@packersbd.com
A S. replied:
Mrinal Das Suvro we have a complete solution (domain+hosting+ecommerce site+sms service+owned payment soluton) ready in 6 easy installment which will help you to get started without taking much pressure on budget. If you feel this is the right solution then you can contact me. or leave your query at info@softbd.com. My company Soft Tech Innovation Ltd and other associated service brand will empower you all these with comfort and we have served around 12+ client excluding current few and we are in this industry since 2005. You will be happy to know that we have our ecommerce brand named as ebiponon.com since 2012
Soumen B. replied:
I am interested to invest money in your company. I hava a detailed business plan . 01718594949
Md S. replied:
Mrinal Das Suvro ধন্যবাদ ,আপনাকে পোস্ট এর জন্য, যার স্বরূপ ব্যাখাসহকারে কমেন্ট করার সুযোগ হলো। ই-কমার্স একটি সম্ভাবনাময় খাত , এ খাতে প্রচুর উদ্যোগ প্রয়োজন। অভিনন্দন নিন, ই-কমার্স নিয়ে ভাবার জন্য। যাই হোক,ই-কমার্স ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য অনেক সুযোগ আছে,যেমন বিভিন্ন ওপেন CMS , প্লাগিন, ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপ করতে পারেন। এটা অনেক সহজ, কেননা প্রয়োজনীয় ফাংশন, ক্যালকুলেশন ডিফল্ট ভাবে দেয়া থাকে। কিন্তু এডভান্স কিছু করতে চাইলে কোড করতে হবে।যেমন, woocommerce , opencart, zencart, majento ইত্যাদি। আবার যদি ভালো ইনভেস্ট থাকে, তাহলে ডেভেলপার দিয়ে কোর প্রোগ্রামিং করে তৈরী করতে পারেন। এ ছাড়াও অনেক ই-কমার্স ইঞ্জিন ব্যবহার ব্যবহার করেও ডেভেলপ করাতে পারেন।যেমন, shopify, Bigcommerce, 1 shoppingcart , xpertcloudstore.com ইত্যাদি। ই-কমার্স ইঞ্জিন ব্যবহারের সুবিধা হলো, এখানে ই-কমার্স এর প্রয়োজনীয় সবই থাকে,যেমন অনলাইন স্টোর,পেমেন্টগেটওয়ে,শিপিং, থিম, ক্লাউড হোস্টিং, সাইট এপ্লিকেশন, CDN টেকনোলজি, ডিসকাউন্ট স্ট্রাটেজি ইত্যাদি।এটার অন্যতম সুবিধা , কোনো ইনভেস্ট লাগেনা,কোনো ডেভেলপ চার্জ নেই,মিনিমাম সাবস্ক্রিপসন বেসিস এ সুরু করা যায়। প্রোডাক্ট সোর্স আপনি বিভিন্ন ভেন্ডর এর কাছ থেকে নিতে পারেন, একটা এগ্রিমেন্ট করে,বাংলাদেশের অধিকাংশ ই-কমার্স ভেন্ডর এর প্রোডাক্ট সেল করছে,তবে বেশ কিছু নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করছে। ট্রেড লাইসেন্স টা প্রয়োজনীয়, সেই সাথে বেসিস নিবন্ধন টা রাখলে ভালো। অনলাইন লেনদেন এর উপর সরকার এর কোনো পার্সেন্ট নেই, স্বাভাবিক বিসনেস এর যা নিয়ম সেভাবেই আয়ের উপর ট্যাক্স, দিতে হবে এবং বিক্রয় এর উপর যে পার্সেন্ট শেয়ার হবে টা একমাত্র পেমেন্ট গেটওয়ে এন্ড ব্যাংক নিবে, তবে আপনি আলাদা ভাবেও কাস্টমার থেকে ভ্যাট কালেক্ট করতে পারেন, কেননা ব্র্যান্ডেড কোম্পানি গুলো আলাদা ভাবে ভ্যাট আদায় করে সরকার কে জমা দেয়। ই-কমার্স বিসনেস প্লান অনেক লম্বা একটা বিষয়,কমেন্ট লিখা সম্ভব নয়, তবে, প্লান এর মধ্যে যা আনতে হবে , তা হলো, ইনভেস্ট কিভাবে ব্যয় হবে, পার্টনারশীপ হলে কিভবে, মুনাফা বন্টন হবে, কত দিন পর্যন্ত সেল না ভেবে ব্র্যান্ডিং এ গুরুত্ব দিবেন, আয়ের উত্স কি কি হবে, মার্কেটিং এর কোন বিষয়ের উপর জোর দিতে হবে, কিভাবে প্রোডাক্ট কাস্টমার এর কাছে যাবে, প্রোডাক্ট সৌর্সিং এগ্রিমেন্ট টা কেমন হবে ইত্যাদি।আর প্রাকটিকেল অভিজ্ঞতার কথা হলো, xpertcloudstore.com এ কাজ করছি, ই-কমার্স নিয়ে বেশ অভিজ্ঞতা হচ্ছে, আর xpertcloudstore.com হলো কমপ্লিট ই-কমার্স প্লাটফর্ম যার কমিটমেন্ট হচ্ছে "Your Hassle is our Duty".ধন্যবাদ। www.facebook.com/xpertcloudstore
Md U. replied:
dear friends we need make e- commerce web site & web base soft wear ....urgent call me: 01673105010
Hi,
i am working on odesk, freelancer and 99designs. Working on those site i have some regular client. Among them one of australian and one uk client now want to give me...
Can anybody tell me where in Dhaka i can get best training on-
Web Development/software Development/App Development.
I have completed Bsc on mechanical.
Tanvir A. replied:
Aga Khanhttp://www.basis.org.bd/index.php/training
We Development & Web Design ki khub e kothin? Ami Odesk a new, first choice chilo j SEO, SMM, SEM, etc nia kaj korbo. But oneke e bolchen j eta beshirvag freelancer ra...
Rezwanur R. replied:
HTML, CSS, JavaScript আর jQuery শিখার জন্য www.w3 schools.com ওয়েবসাইট ফলো করেন।
Rezwanur R. replied:
HTML আর CSS শিখার পর www.rrfoundation.net থেকে Basic HTML and CSS কোর্স ফলো করেন। এই কোর্সটা শেষ করে ওই ওয়েবসাইটের যতগুলা PSD to HTML কোর্স আছে সবগুলো ফলো করেন।